বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম,
আমি একজন ব্যাচেলার স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি টিউশনি করি। একদিন আগে আমার একটা স্টুডেন্ট এর বাসায় পড়ানোর সময় স্টুডেন্টের ছোট ভাই বয়স আজ থেকে ছয় বছর হবে সে এসে আমার পাশে সোফায় বসে। শারীরিক কিছু সমস্যা থাকার কারণে বাচ্চাটা তার প্রস্রাব নিয়ন্ত্রণ করতে পারে না এবং এবং সোফাতে বসে অল্প প্রস্রাব করে ফেলে।
এ সময় সোফাতে প্রস্রাব না লাগলেও অল্প ৬ থেকে ৭ ফোটা প্রস্রাব মেঝেতে পড়ে। এরপর আমি আমার স্টুডেন্ট কে বলি বাসায় যিনি কাজ করেন উনাকে বলতে যাতে প্রস্রাবের জায়গাটা পরিষ্কার করে নিয়ে যায়। কিন্তু বাসায় যিনি কাজ করেন তিনি ওই মুহূর্তে বাসার নিচে থাকায় আমার স্টুডেন্ট তাকে আর ডাকে না।
অর্থাৎ প্রস্রাব ওই জায়গাতেই শুকিয়ে যায় এবং পরদিন যখন প্রতিদিনের মতো ঘর মোছা হয় তখন ওই জায়গাটা মোছা হয়ে যায় কিন্তু ওই জায়গাটা প্রস্রাব আসে জন্য আলাদা ভাবে মোছা হয় না।
আমি পরদিন স্টুডেন্ট এর বাসায় গিয়ে মেঝের যেখানে প্রস্রাব পড়েছিল ওর একটু পাশে পা রাখি এবং জুতা পরার কারণে পা ও মোজা হালজা ঘেমে গিয়েছিলো তবে তা খুবই হালজা ঘাম। তবে উক্ত আমি প্রস্রাবের কোন রকমের গন্ধ চিহ্ন বা আলামত পাইনা।
প্রশ্ন ১: উক্ত ঘটনার ধরুন কি আমার পা এবং ওই বাড়ির মেঝে ও অন্যান্য আসবাবপত্র নাপাক হবে?
প্রশ্ন ২: স্টুডেন্টের ছোট ভাই দুষ্টামির ছলে প্যান্টের যেখানে প্রস্রাব লাগে ওই জায়গার দিকে হাত দেয়। তবে আমি নিশ্চিত না যে প্রসাব যেখানে লেগেছে সেখানেই হাত দিয়েছে কিনা কারণ উক্ত হাত দিয়ে বাচ্চাটা পড়ার টেবিল, দরজার লক এসব জায়গায় হাত দিলেও আমি সেখানে কোন ভেজা ভাব দেখতে পাইনি। এমন অবস্থায় টেবিল, দরজার লক বা অন্যান্য জিনিসপত্র কি নাপাক হবে? <!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250408_171605_207.sdocx-->