আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
তাওয়াক্বুল বিষয়ে জিজ্ঞাসা।
১) যথাসাধ্য চেষ্টা করার পর আল্লাহর উপর ভরশা করতে হবে এটাই তাওয়াক্বুল। সংক্ষেপে বলি,আমার ফ্যামেলি আমার জন্য দীর্ঘদিন ধরে পাত্র দেখতেছে।প্রতিটা পাত্রের সবকিছু ঠিক থাকলেও পর্দার কনসেপ্ট নায়।পর্দা করে না।কিন্তু এটাতো নামাজ রোজার মতো ফরজ।আমার ফ্যামেলিতে শালীনতা আছে কিন্তু স্টেইট পর্দা নাই।আমি যথাসাধ্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমি জেনারেল থেকে দ্বীনে ফেরা আলহামদুলিল্লাহ। সহশিক্ষা হারাম জানার পর ছেড়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলাম।কিন্তু পারিনি।আমার ফ্যামেলিতে কেউ সাপোর্ট করেনি। আমি মেডিকেল- ভার্সিটি ট্রাই করিনি সহশিক্ষায় যাব না বলে।পরিবেশ আমার প্রতিকূল হয়ে গেছিল।দীর্ঘ এক বছর ট্রমায় ছিলাম।বাধ্য হয়ে এনইউ তে এডমিশন নিই। ফ্যামেলির যেহেতু পর্দার বুঝ নায় এক্ষেত্রে উনারা এমন পাত্রকে প্রাধান্য দিবে যারা আমার ফ্যামেলির সাথে যায়।পর্দার কনসেপ্ট না থাকলেও ফ্যামেলির সমস্যা নায় বাকিগুলো ঠিক থাকলে হইছে।কিন্তু আমার সমস্যা। আমি পর্দার জন্য এতকিছু ত্যাগ করলাম আর এখন এসে আমি নিজেকে পর্দাহীনতার দিকে ঠেলে দিতে পারি না। প্রপোজালের ক্ষেত্রে এ এক জায়গায় ফ্যামেলির সাথে আমার কনফ্লিক্ট। অনেক প্রপোজাল রিজেক্ট করেছি, রিজেক্টেডও হয়েছি। আমার সাধ্য নাই যে আমি আমার ম্যানটালিটির কাউকে খুঁজে বিয়ে করব।বলতে গেলে অপরাগ আমি। চেষ্টাও করতে পারতেছিনা।এক্ষেত্রে আমার তাওয়াক্কুল এর ধরণটা কেমন হবে? আমি দুয়া করি এভাবে, আল্লাহ আমি অসহায়,অপরাগ, আপনিই আপনার নিজ অনুগ্রহে আমার জন্য আমার দ্বীন দুনিয়ার জন্য যে কল্যাণকর হবে তাকেই জীবনসঙ্গী হিসেবে দিয়ে দিন।
২) আহলিয়া থেকে একটা বায়োডাটা নিয়েছিলাম,আমাদের সাথে সব মিলে + আমার চিন্তাধারার, ফ্যামেলি জানতো না। ঐদিক থেকে প্রয়োজনীয় তথ্য জানতে চাওয়া হলো। আমি সব তথ্য একসাথে করে মেইল করেছি।বাকি আরও কিছু জানতে চাওয়া হয়,সব মেইলে দিয়ে দিছি।আমার নিজের, পারিবারিক হালত তাকে বলছি,আমি এখন যে প্রতিষ্ঠনে আছি এখানে এডমিশন কেন নিছি সেটাও।
এরপর প্রস্তাব দেয় ছেলেপক্ষ, আমার ফ্যামেলি কিছু বলেনি,। সেও কিছু সমস্যায় ছিল,সমাধান হলে জানাবে বলছিল। কয়েকমাস যাওয়ার পর বাসায় ঐ ছেলের কথা উঠছে, আমার ফ্যামেলি ছেলের ফ্যামেলিকে জানাবে বলছে। আমি জানতে চাইলাম ছেলের কাছে বিষয়টা এগোতে দিবে নাকি এখানে ক্লোজ করে দিবে।ছেলে বলছে ক্লোজ।
এ বিষয় নিয়ে আমার এত্ত বেশি গিল্টি ফিল হচ্ছে কেন আমি কথা বলতে গেলাম।আমি গাইরে মাহরাম স্ট্রেইটলি মানার চেষ্টা করি। কিছুতেই শান্তি পাচ্ছি না।সারাক্ষণ মাথায় ঘুরতেছে কেন বায়োডাটা নিলাম,কেন তার সাথে কথা বললাম,কেন ফ্যামেলির হালত,আমার স্ট্রাগল তার কাছে তার জানতে চাওয়া তথ্যে সংযুক্ত করেছিলাম। এটা থেকে কীভাবে বের হব? আমি যে কথা বললাম তার জন্য আমার গুনাহ হবে?