আসসালামু আলাইকুম।
আমি স্বপ্ন দেখি,আমার বাসার ছাদের উপর সবজি বাগান।ছাদের বেশীরভাগ জায়গাজুড়ে বাগানটা।বাগানে অনেক ধরনের সবজি গাছ,সবজি ধরেও আছে।যেগুলো তে ধরেনি ফুল আছে,খুব ভালো ফলন হবে এমন।খুবই সুন্দর ফ্রেশ সবজি,প্রতিটা গাছের পাতা থেকে ধরে সবকিছু খুবই সতেজ,সুন্দর।আমি হেঁটে হেঁটে আমার বোনের সাথে দেখছি,কোনো আগাছা কিছুই নেই।একটা গাছে একটু সমস্যা ছিল সেটাও অনেক সতেজ হয়ে গিয়েছে,আমি বলছিলাম আল্লাহ চাইলে যে কোনো জিনিসকেই যে কোনো কিছুতেই রূপান্তর করে দিতে পারেন যেমনই হোক।এক কথায় বাগানটা দেখে চোখ জুড়াবে।আমি উপরের দিকে তাকিয়েও অনেক ফুল গাছ দেখছিলাম আর ভাবছিলাম এত উঁচুতে কিভাবে বাগান করল।আবার কিছু ছোট বাচ্চাও দেখছিলাম খেলেছে।
এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি।