(১-২)
উভয় ছুরতেই সহবাস বৈধ হবে।
তবে কাহারো মনে হিল্লা বিয়ের নিয়ত থাকলে সে আল্লাহর লা'নত প্রাপ্ত হবে।
আর বিনা ওযরে তালাক দিলে বা স্ত্রী বিনা ওযরে তালাকের আবেদন করলে মারাত্মক গুনাহগার হবে।
(০৩)
বিবাহের সর্বনিম্ন মহর দশ দিরহাম।
হাদীস শরীফে এসেছেঃ-
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: زَوَّجَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - رَجُلًا امْرَأَةً بِخَاتَمٍ مِنْ حَدِيدٍ.
وَعَنْ عَلَيٍّ - رضي الله عنه - قَالَ: «لَا يَكُونُ الْمَهْرُ أَقَلَّ مِنْ عَشَرَةِ دَرَاهِمَ». أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ
সাহল বিন সা’দ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোহার আংটির বিনিময়ে একজন লোকের সাথে এক মহিলার বিবাহ দিয়েছিলেন।
‘আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, মোহর (সাধারণত) দশ দিরহামের কমে হয় না।
(দারাকুতনী ৩য় খণ্ড ২০০ পৃষ্ঠা, হাদীস নং ৩৪৯ ও ৩য় খণ্ড ২৪৫ পৃষ্ঠা হাদীস নং ১৩.বুলুগুল মারাম ১০৩৪।)
০১ দিরহাম=৩.০৬১৮ গ্রাম।
১০*৩.০৬১৮= ৩০.৬১৮ গ্রাম রূপা।অর্থাৎ দুই তোলা সাড়ে সাত মাশা।
বর্তমানে প্রতি তোলা রূপার মূল্য (২১ ক্যারেটের) ২০০৬/- টাকা।
১০দিরহামের মূল্য দাঁড়ায় 5,265.75/- টাকা।
সুতরাং সর্বনিম্ন ৫২৬৫ টাকা নির্ধারন করতেই হবে।
★উল্লেখ্য রুপার মূল্য এলাকা ভেদে কমবেশি হতে পারে।
(০৪)
এক্ষেত্রে যদি পাত্র পাত্রীর দিকে ইশারা করেই বিবাহ হয়,সেক্ষেত্রে উক্ত বিয়ে বৈধ হবে।