আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
40 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (10 points)
১।পাত্র বা পাত্রী উভয় বা যে কোনও একজন মনে মনে তালাকের নিয়তে বিবাহ করলে কি সহবাস বৈধ হবে? আর সহবাস করলেও কি ব্যভিচারের গুনাহ হবে?

২। দিন নির্দিষ্ট না করে যদি মুখে মুখে বলা হয় যে, এখন বিবাহ করি পরে এক সময় তালাক দিব সেক্ষেত্রে সহবাস বৈধ হবে?সহবাস করলে কি ব্যভিচারের গুনাহ হবে?

৩। সর্বনিম্ন কত টাকা মোহর ধার্য করতেই হবে?

৪। পাত্র, পাত্রী উভয়ে বা যে কোনও একজন আসল নাম ও পিতৃপরিচয় না বলে যদি অন্য নাম ও পরিচয়ে বিয়ে করে, এক্ষেত্রে পাত্র /পাত্রী সামনাসামনি থাকে তাহলে কি বিয়ে বৈধ হবে?

1 Answer

0 votes
by (611,730 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(১-২)
উভয় ছুরতেই সহবাস বৈধ হবে।

তবে কাহারো মনে হিল্লা বিয়ের নিয়ত থাকলে সে আল্লাহর লা'নত প্রাপ্ত হবে।

আর বিনা ওযরে তালাক দিলে বা স্ত্রী বিনা ওযরে তালাকের আবেদন করলে মারাত্মক গুনাহগার হবে।

(০৩)
বিবাহের সর্বনিম্ন মহর দশ দিরহাম।

হাদীস শরীফে এসেছেঃ- 

وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: زَوَّجَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - رَجُلًا امْرَأَةً بِخَاتَمٍ مِنْ حَدِيدٍ.
وَعَنْ عَلَيٍّ - رضي الله عنه - قَالَ: «لَا يَكُونُ الْمَهْرُ أَقَلَّ مِنْ عَشَرَةِ دَرَاهِمَ». أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ

সাহল বিন সা’দ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোহার আংটির বিনিময়ে একজন লোকের সাথে এক মহিলার বিবাহ দিয়েছিলেন। 

‘আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, মোহর (সাধারণত) দশ দিরহামের কমে হয় না।
(দারাকুতনী ৩য় খণ্ড ২০০ পৃষ্ঠা, হাদীস নং ৩৪৯ ও ৩য় খণ্ড ২৪৫ পৃষ্ঠা হাদীস নং ১৩.বুলুগুল মারাম ১০৩৪।)

০১ দিরহাম=৩.০৬১৮ গ্রাম।
১০*৩.০৬১৮= ৩০.৬১৮ গ্রাম রূপা।অর্থাৎ দুই তোলা সাড়ে সাত মাশা। 

বর্তমানে প্রতি তোলা রূপার মূল্য (২১ ক্যারেটের) ২০০৬/- টাকা।

১০দিরহামের মূল্য দাঁড়ায় 5,265.75/- টাকা।

সুতরাং সর্বনিম্ন ৫২৬৫ টাকা নির্ধারন করতেই হবে।

★উল্লেখ্য রুপার মূল্য এলাকা ভেদে কমবেশি হতে পারে।   

(০৪)
এক্ষেত্রে যদি পাত্র পাত্রীর দিকে ইশারা করেই বিবাহ হয়,সেক্ষেত্রে উক্ত বিয়ে বৈধ হবে।

বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...