আসসালামু আলাইকুম
১. মৃত মা বাবার জন্য কোন কোন আমল ঈসালে সওয়াবের নিয়তে করা যাবে? আর কোন কোন আমল ঈসালে সওয়াবের নিয়ত করা যাবে না? একটু সুনির্দিষ্ট ভাবে বলবেন প্লিজ।
২. ঈসালে সওয়াবের নিয়ত কীরকম হবে? যেমন, আমি আমার মায়ের জন্য ঈসালে সওয়াবের নিয়ত করছি। আল্লাহ আপনি আমার মায়ের কাছে এই আমলের সোয়াব পৌঁছে দিন। - এভাবে বললে কি নিয়ত সহীহ হবে?
৩. আমি তাহাজ্জুদ নামাজ পড়ব। এই তাহাজ্জুদ নামাজ পড়ার সময়ও ঈসালে সওয়াবও নিয়ত মৃত মা বাবাকে দেওয়া যাবে?
৪. রোজার ক্ষেত্রেও একই প্রশ্ন। সোম, বৃহস্পতিবার, এবং ৩দিন আইয়ামে বীজের রোজাগুলো রাখার সময় কি ঈসালে সওয়াব মৃত মা বাবাকে দেওয়া যাবে?
৫. আর ঈসালে সওয়াবের ক্ষেত্রে একই আমলে কি একাধিক ব্যক্তির জন্য নিয়ত করা যাবে? যেমন মৃত দাদা, দাদু, বাবা, মা সবার জন্য? নাকি প্রতি আমলে শুধু একজনের জন্যই নিয়ত করা যাবে?
৬. আর ঈসালে সওয়াবের নিয়ত করলে কি সেই আমলের সওয়াবটা আমিও পাব?
৭. আগুনে পুড়ে মারা গেলে শহিদ, হাদিসে এসেছে৷ এই শহিদদদের মর্যাদা কীরকম?