আস সালামু আলাইকুম মুফতি সাহেবগন।
প্রশ্ন:জিকির ,,ইস্তেগফার ,,দুরুদ পড়া অবস্থায় অনেক সময় কল্পনায় পড়ে যাই ,কল্পনা গুলো বাজে কল্পনা হলে এতে কি গুনাহ হবে ইস্তেগপার দুরুদ শরীফের শানে বেয়াদবি হবে ঈমান ভঙ্গ হবে?
প্রশ্ন:কোন বাজে কথা বলার সময় বা কল্পনা অবস্থায় আল্লাহর নামের দিকে ,মসজিদের দিকে নজর থাকলে কি মসজিদের শানে আল্লাহ র নামের শানে বেয়াদবি হবে?
যেনার কল্পনা ছাড়া ইচ্ছাকৃতভাবে অনিচ্চাকৃতভাবে সব কল্পনা কি মাফ?