আমাদের সমাজে দেখা যায় বেশির ভাগ ক্ষেত্রে বাবা মারা যাওয়ার পর অনেকদিন অতিবাহিত হয়ে গেলেও সম্পত্তি বন্টন হয়না। কিছুক্ষেত্রে দেখা যায় মা এর আন্ডারেই সবকিছু থাকে, ভাগ করে দেন না। আবার অনেক সময় দেখা যায়, ভাইরা ভোগ করতে থাকে, বোনদেরকে ভাগ করে দেয়া হয়না, এভাবে ৫/১০ বছর চলে যায়। আমি জানতে চাচ্ছি, ইসলামের শরীয়াহ অনুসারে, বাবা মারা যাওয়ার পর কতদিন বা কত সময়ের মধ্যে সম্পত্তি ভাগ করতে হবে? বাবা যদি ছেলেকে বলে যায় যে আমার মৃত্যুর পর সাথে সাথে সম্পত্তি ওয়ারিশদের মধ্যে ভাগ করে দিবে কিন্তু ছেলে সেটা না করে তবুও কি বাবার গুনাহ হবে?