আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
বর্ণনা ও সংযুক্ত ছবির ভিত্তিতে আমার ওজু ছিল কিনা ? নামাজ হবে?
ওজু করে আসরের নামাজের জন্য মসজিদে যাই । ইমাম না থাকায় আমাকে আসরের নামাজে ইমামতি করতে বলে। কিরআত শুদ্ধ থাকায় আমি নামাজের ইমামতি করেছি। নামাজ শেষে বাড়িতে আসার পর ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখের উপর শুকনো গোবর(ছবি সংযুক্ত) এর মতো দেখতে পাই যা ১ গ্রামের চেয়ে কম হবে বলে মনে হচ্ছে। এই নাপাকি ওজু করার আগে লেগেছে নাকি পড়ে লেগেছে তা আমি জানিনা। আমি শুনেছি ও পড়েছি যে কাপড়ে বা শরীরে শুকনো নাপাকি যা ৩.০১৬৮ গ্রামের কম হলে এমন অবস্থায় নামাজ পড়লে নামাজ শুদ্ধ হয়ে যাবে।
নিশ্চিত হওয়ার জন্য জানতে চাই বর্ণনা ও সংযুক্ত ছবির ভিত্তিতে আমার ওজু ছিল কিনা ?
