আসসালামু আলাইকুম উস্তায। Grok নামের এই এপস দিয়ে নিজের ছবি Ai এর মাধ্যমে ক্রিয়েট করা কি যাবে?
Grok এপস সম্পর্কে বললে হয়তো বুঝতে সুবিধা হবে।নিচে বর্ণনা করছি-
এই এপস এ যদি আমি নিজের তোলা কোনো ছবি সাবমিট করে ক্যাপশনে লিখি যে, Creating ghibli style photo অথবা অন্য কিছু লিখি মানে আমি যেমন ছবি চাচ্ছি সেটা যদি ক্যাপশনে লিখি তাহলে Ai আমার ছবি টাকে কার্টুন আকারে ছবিগুলো যেমন হয় তেমনভাবে ক্রিয়েট করে দিবে।চোখমুখ ও থাকে।
এখন আমার প্রশ্ন হলো-
1/ এভাবে কি নিজের ছবি বানানো যাবে,জায়েজ হবে কি?দয়া করে জানাবেন।
2/ নিজের ছবি যখন Ai কার্টুন আকারে ক্রিয়েট করে দেয় তখন ছবিতে চোখমুখ ও থাকে। কিন্ত এখন যদি কেউ চোখমুখ ছাড়া ক্রিয়েট করার ট্রাই করে বা পরে অন্য কোনো এপসের মাধ্যমে চোখমুখ ব্লার করে/মুছে দেয় সেক্ষেত্রে এটা জায়েজ হবে কি না জানাবেন?
3/ কোনো জরুরত ছাড়াই নিজের ছবি এভাবে বানানো যাবে?
উস্তায প্রশ্নের উত্তর টা দেওয়ার আগে আপনি একটু প্লে স্টোর থেকে যদি এই Grok নামের এপসটা সম্পর্কে দেখে নিতেন তবে ভালো হতো।এখানে ছবি দেওয়ার অপশন নাই,নয়তো আমি এখানে ছবি দিতাম।