আসসালামু আলাইকুম
আমি প্রতি সোম ও বৃহষ্পতিবার এবং আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করেছি যেহেতু রাসূল সাঃ রাখতেন. এগুলো মিলিয়ে এক মাসে 10-12 টা রোজা হয়েই যায়. যদি আমি এই রোজা গুলোর সাথে শাওয়াল মাসের যে 6 টা রোজা তারও নিয়ত ও করি অর্থাৎ দুই নিয়তে একটা রোজা রাখা এটা কি জায়েয হবে? নাকি আমাকে শাওয়াল মাসের 6 টা রোজা আলাদা করে রাখতে হবে?