ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সর্বপ্রথম পরামর্শ দিবো,ভালো কোনো বিশুদ্ধ আকিদার মুদাব্বিরের শরণাপন্ন হওয়ার।মুদাব্বির মানে যিনি কুরআন হাদীস থেকে জীন জাদুর চিকিৎসা করে থাকেন।যাকে রুকইয়ায়ে শরঈয়্যাহ বলা হয়।
তাছাড়া আপনাকে ঘরোয়া ভাবে কিছু রুকইয়ার পরমার্শ দিচ্ছি,
(১)সকল প্রকার ফরয ওয়াজিব ইবাদত যত্নসহকারে পালন করা।এবং সকল প্রকার হারাম ও নাজায়ে কাজ হতে বেঁচে থাকে।
(২) অধিক পরিমাণ কুরআন তেলাওয়াত করা।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার মাকে হয়তো জীন ভয় দেখাচ্ছে। তাছাড়া অনেক সময় বৃদ্ধদের বেলায় এমনটা হয়ে থাকে। তাই আমরা বলবো, আপনি উপরোক্ত লিংকে বর্ণিত সেল্প রুকইয়াহ করতে পারেন। অথবা কোনো বিজ্ঞ আলেমের শরণাপন্ন হয়ে উনার কাছ থেকে পানি পড়া বা তেল পড়া নিয়ে মাকে ব্যবহার করাতে পারেন। হ্যা, বৈধ কালাম দ্বারা লিখিত তাবিজ ব্যবহারেও কোনো বাধা নেই।