ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হারাম মূল দ্বারা যদি কেউ হালাল উপায়ে কিছু উপার্জন করে, যে উপার্জনের তার শ্রমও থাকবে, ফুকাহায়ে কেরামের মতে এখানে মূলধন হারাম থাকার কারণে ঐ ব্যক্তির উপার্জন হারাম হবে না। বরং হালালই থাকবে। কেননা এখানে তার হালাল শ্রম রয়েছে। এবং পদ্ধতিও হালাল ছিল। হ্যা, তার উপর ওয়াজিব,সে ঐ হারাম মূলধনকে তার মালিকের নিকট ফিরিয়ে দিবে বা সওয়াবের নিয়ত ব্যতীত সদকাহ করে দিবে। কারো সামর্থ্য থাকাবস্থায় হারাম মূলধন দ্বারা ব্যবসা করা কখনো জায়েয হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2941
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কেউ একজন যদি তার হারাম ইনকাম দ্বারা ফ্রিজ কিনে তার কনফেকশনারি ব্যাবসায়ে যুক্ত করে, তাহলে তার ব্যবসার ইনকাম হারাম হবে না। হ্যা, তার উপর ওয়াজিব যে, সে তার ঐ হারাম ইনকামের টাকা দ্বারা ক্রয়কৃত ফ্রিজ সদকাহ করে দিবে।
(২) আপনি যখন মান্নত করেছিলেন, তখন কোন প্রতিষ্টানের চাকুরীর ইনকামের নিয়ত করেছিলেন কি না? সেটা আপনাকে নির্ধারণ করতে নিতে হবে। সাধারণত এই রকম কথা দ্বারা প্রতিষ্টানের ইনকামকেই উদ্দেশ্য করা হয়ে থাকে। বোনকে পড়ানো কোনো চাকুরী না। তাই আপনি এখন যেই প্রতিষ্ঠানে পড়াবেন, সেখানে যা হাদিয়া পাবেন, বোনকে পড়ানো বাবাৎ যা পেয়েছিলেন, এখন অতিরিক্ত যা বাকী ছিলো, সেগুলোও সদকাহ করে দিবেন।