আস সালামু আলাইকুম।
আমি যথা সম্ভব ফ্রী মিক্সিং পরিবেশ এড়িয়ে চলার চেষ্টা করি কিন্তু সম্পূর্ণ ভাবে হয়ে উঠে না। পারিবারিক কারণে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হই বিশেষ করে যখন আমার পুরো পরিবার কোনো সফরে যান অথবা যখন কোথাও অনেক ঘণ্টার জন্য অবস্থান করেন তখন তারা আমাকে একা বাসায় থাকতে দিতে চান না যেহুতু আমি একজন মেয়ে তাই আমার পিতা মাতা আমাকে রেখে যেতে অনিরাপদ বোধ করে। আর আমাদের এলাকার পরিবেশও তেমন নিরাপদ নয়। এমন পরিস্থিতিতে আমার কী একা বাসায় অবস্থান করা ঠিক হবে নাকি আমার উচিৎ তাদের সাথে ভ্রমণে যাওয়া যেখানে আমার ফ্রি মিক্সিং পরিবেশের সমক্ষিণ হতে হবে।
জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা।