আসসালামু আলাইকুম, আমি একজন মেয়ে, আমার বয়স ২৮, আমার বিয়ে হচ্ছেনা এবং আমার লেখাপড়াও শেষ সম্প্রতি। আমি দুশ্চিন্তায় থাকি বিয়ে, জব,পারিবারিক ফাইনানসিয়াল কন্ডিশন নিয়ে। সরকারি চাকরির জন্য চেষ্টা করছি কিন্তু বেশিরভাগ সরকারি চাকরিই অনেক লেন্হি প্রসেসে বিশেষ করে বিসিএস। এতদিন হারাম বলে ব্যাংকের জন্য চেষ্টা করিনি। কিন্তু এখন আমি বেসরকারি সরকারি ব্যাংকগুলোতে চেষ্টা করতে চাচ্ছি কারণ ব্যাংকের নিয়োগ কিছুটা তাড়াতাড়ি এবং পদসংখ্যা বেশি। আমি জেনারেল লাইনে পড়েছি তাই আইটি বা অন্যকোন টেকনিক্যাল পদে আমার অপশন নাই ব্যাংকে। আমি জানি ব্যাংকে চাকরি জায়েজ না। এমতাবস্হায় আমার কি উচিত হবে ব্যাংকের জন্য চেষ্টা করা? আমি বাসা থেকে দূরে থাকতাম গ্র্যাজুয়েশনের জন্য। এখন বাসাতে থাকাও কষ্টকর হয়ে গেছে আমার জন্য। আমি খুবই করুণ অবস্থায় আছি। ব্যাংকের ক্যাশ অফিসার , জেনারেল অফিসার, সিনিয়র অফিসার তাদের কাজ কি সরাসরি সুদের হিসাব নিকাশের সাথে কি না আমার জানা নেই। এ বিষয়ে আমাকে পরামর্শ দিবেন ওস্তাদ দয়া করে।