ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মাহে রমজানে শুরু থেকেই রোযার নিয়ত না করা এবং রোযা না রাখা অত্যন্ত গর্হিত কাজ।গোনাহের কাজ।এর জন্য অবশ্যই আল্লাহর নিকট খালিছ নিয়তে তাওবাহ করতে হবে।এবং একটার পরিবর্তে একটা রোযাকে কা'যা করতে হবে।এক্ষেত্রে কাফফারা আসবে না।তবে যদি কেউ রোযার নিয়ত করার পর রোযাকে ভেঙ্গে ফেলে তাহলে এক্ষেত্রে কা'যা র সাথে সাথে কাফফারাও আদায় করতে হবে।(কিতাবুল-ফাতাওয়া-৩/৪১০)
ছুটে যাওয়া রোযার পূর্ণ হিসাব থাকলে সেই হিসাব অনুযায়ী রোযার কা'যা আদায় করতে হবে।এক্ষেত্রে সর্বপ্রথম বা সর্বশেষ হিসেবে আদায় করা যাবে।হ্যা পূর্ণ হিসাব জানা না থাকলে,এক্ষেত্রে অনুমানের উপর ভিত্তি করে কাযা হয়ে যাওয়া রোযা সমূহকে আদায় করে নিতে হবে। দেখুন-
https://www.ifatwa.info/147
কা'যা রোযা সমূহ কে আদায় করার সময় নিয়ত করতে হবে।কেননা নিয়ত ব্যতীত কোনো ইবাদতই গ্রহণযোগ্য হয় না। কিভাবে নিয়ত করবেন?সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1056
একটানা ৩০ দিন রোজা রাখলে কোষ্ঠকাঠিন্য সমস্যা হলেও আপনি প্রথমে রোযা রাখার চেষ্টা করুন। এবং বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন। যদি শেষ পর্যন্ত রোযা রাখতে অপারগ হয়ে যান, এবং অসুস্থতা দিনদিন বাড়তেই থাকে, তাহলে তখন আবার আমাদেরকে জিজ্ঞাসা করবেন। তখন অবশ্যই এই প্রশ্নর লিংক বা নাম্বার মেনশন করে দিবেন।জাযাকুমুল্লাহ।