আসসালামু আ'লাইকুম। আমি গত কয়েকবছর আগে দ্বীনের দিকে আসি৷ এর পর থেকে ইসলাম জানার চেষ্টা করছি৷ এর আগে না জেনে বহু খারাপ কাজ করেছি৷ যেমন- ছোটবেলায় ক্রিকেট খেলায় বাংলাদেশ জিতলে এত রাকাত নফল নামাজ পড়ব, আমার আম্মা অসুস্থ ছিলেন উনি সুস্থ হলে এত রাকাত নফল নামাজ পড়ব৷ এই সব মিলিয়ে ৪০ রাকাতের মত হয়েছিল৷ এগুলো কি সব পূরণ করতে হবে?