আসসালামু আলাইকুম ওয়া রহ'মাহতুল্লাহি ওয়া বারকাতুহ
উস্তাদ আমার হায়েজ এর ২৮ এ রমাদানে,হায়েজ এর ৫ নং দিনে ফজরের একটু পরে হায়েজ এর হালকা লাল অংশ বের হয়,সারাদিন আর বের হয় নি,আমি ওইদিন রোজার নিয়ত কিরেই ছিলাম,,হায়েজ এর ৬ং দিনে সারাদিন রাতে হায়েজ পুরো বন্ধ ছিল,ওইদিন ও রোজা ছিলাম,২৯ রমাদানে
এবার হায়েজ এর৭ং দিনে কালো হালকা বের হয়,এখন আমার কি ৫ আর ৬ং হায়েজ এর দিনের রোজা আবার করতে হবে?