আমার বড় ভাইয়ের স্ত্রী পর্দা করেন না। তিনি বাড়ি এবং বাড়ির বাইরে ওড়না ছাড়াই চলাফেরা করেন, এবং ওড়না থাকলেও সেটা নামেমাত্র গলার সাথে ঝুলিয়ে রাখেন। আমরা একই বাড়িতে থাকি। তাই অনিচ্ছাসত্ত্বেও তার দিকে মাঝে মাঝে চোখ পড়েই যায়। আমার ভাই তাকে মনের ভুলেও পর্দা করার কথা বলেন না। তিমি নিজেই সতর (উপরে নিচে দুইদিকেই) অনাবৃত রেখে বাড়ি এবং বাড়ির বাইরে চলাফেরা করেন। সেদিন তো একটা জাঙ্গিয়ার মতো পোশাক পরে বাড়ি এবং বাড়ির বাইরে ঘুরে এলেন। তার আর তার স্ত্রীর জন্য চোখ তুলে কোনোদিকে তাকানো যায় না। এ নিয়ে আমি আমার আব্বু আম্মু এবং ভাইকে অনেকভাবে বুঝিয়েছি, আব্বু আম্মু নিজেদের অপারগতা প্রকাশ করেন (যা একদম মিথ্যা) আর ভাইয়া তো বরং নিজের স্ত্রীকে সাজিয়ে গুছিয়ে অন্যকে দেখাতে পারলে গর্ববোধ করেন। তো গতকাল কথাপ্রসঙ্গে আমি খুব রাগান্বিত হয়ে ভাইয়াকে বলেছে, "তুমি নিজেও নগ্ন থাকো, তোমার বউকেও নগ্ন রাখো (অথবা তোমার বউও নগ্ন থাকে, ঠিক স্মরণ নেই) আর সবকিছু নগ্ন রাখতে চাও। পারলে তুমি আইন পাশ করতা যে সবাইকে সবসময় নগ্ন থাকতে হবে।" পাশের রুমে বসে তার স্ত্রীও আমি যা বলেছি তা শুনেছেন। এজন্য কি আমাকে ভাইয়া ও তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে? ক্ষমা না চাইলে কি আমি গুনাহগার হবো?
একটি সম্পূরক প্রশ্ন, সুন্নাহর আলোকে ভাইয়ার সাথে কি আমার আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিৎ হবে? না কি আমি তার সাথে শুধু ইনসাফ, ইহসান আর দাওয়াতী সম্পর্ক রাখবো?