আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
সম্মানিত উস্তাদ,
ইসলামিক অনলাইন মাদ্রাসার কোর্স সমূহের মধ্যে কোন কোর্সগুলো সম্পন্ন করলে আরবী ভাষায় রচিত মৌলিক কিতাব সমূহ ( যেমন: আল বিদায়া ওয়ান নিহায়া,সিয়ারু আল-আমীন নুবালা,যাদুল মা'আদ ইত্যাদি) অধ্যয়ন করার,বোঝার দক্ষতা অর্জন করা সম্ভব হবে?
অনুগ্রহ করে জানাবেন।
জাযাকাল্লাহ