আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
আমার একটা হায়েজ সংক্রান্ত জরুরি মাসআলা জানার ছিল।
আমার পিরিয়ড নিয়মিত হয় না, প্রায় ৩/৪ মাস পর পর হয়ে থাকে। তো এবার রোজার আগে পিরিয়ড হয়ে গেছে তাই আমি ভেবেছিলাম এইবার রোজায় হয়ত আর হবে না,,কিন্তু ৬ রোজা টা যাওয়ার পর গাঢ় বাদামি মাঝে মাঝে অল্প পরিমানে লাল স্রাব ও দেখা যায়,,যেহেতু পূর্বের পিরিয়ড হওয়ার ১৫ দিন এর বেশি সময় পার হওয়ায় হায়েজ ভেবে আমি রোজা রাখিনি। উল্লেখ্য এসময় ব্লিডিং হতো না শুধু তুলা বা টিস্যুতে লেগে থাকত
, প্রায় ৭ দিন পর এমনটা ভালো হওয়ার পর আবার রোজা রাখা শুরু করি। কিন্তু ৩/৪ দিন পর আবার আগের মতো শুরু হয় বাদামি/হালকা লাল স্রাব কিন্তু ব্লিডিং হয় না। পূর্বের অবস্হা থেকে ১৫ দিন না হওয়ায় আমি নামাজ রোজা রেখে আসছি
কিন্তু ২৭ তারিখ এর পর পূর্বে ৬ তম রোজায় যখন হায়েজ ভেবে রোজা রাখিনি তার ১৫ দিন পার হবে,,আমি কি ২৭ তারিখ এর পর থেকে রোজা রাখব? নাকি হায়েজ ধরব?