আমি একজন স্টুডেন্ট আমার গত বছর থেকে ১.৫ ভরির মতে স্বর্ন আছে। গত দুই মাসে আমার কাছে টাকা জমেছে ২৫ হাজার।(এর আগে টাকা জমেনি) এর মধ্যে ৫ হাজার একজনকে ধার দিয়েছি। এই টাকা জমানোর উদ্দেশ্য হলো বাসার একটা dishwasher machine কেনা।আম্মু অসুস্থ, তার প্রয়োজনে।পরিশ্রম বেশি করলে দিন দিন অসুস্থতা বাড়ে।এখন আমার যাকাত এক্ষেত্রে কি পরিমাণ আসবে? হিসাব টা বুঝিয়ে বললে উপকৃত হতাম