সাধারণত পিরিয়ড ৭ দিন হয়, তবে মাঝে মাঝে ৬ দিনও চলে। এই রমজানে ৪ দিন হয়েছে। ৪ দিনের দিন রক্ত খুবই কম এসেছে, একবার। মনে হচ্ছিল পিরিয়ড শেষ হয়ে গেছে সম্ভবত। আজকে রোজার নিয়ত করে রোজা রাখা হয়েছে, এখন দুপুর ১টা বাজে। এই অবস্থায় রোজা কি হবে, নাকি পরে আবার আদায় করতে হবে? যেহেতু এখনো নিশ্চিত নই, সন্দেহ আছে, তাই একজন বলল নামাজ না পড়তে। তাই এখনো নামাজ শুরু করা হয়নি। পরামর্শ জানাবেন।