আসসালামু আলাইকুম
উস্তায,
১।কারো কাছে স্বর্ণ, রুপা, টাকা ও ব্যবসায়িক সম্পদ আছে।এগুলোর কোনটাই যাকাতের নেসাব পরিমাণ হচ্ছে না। এক্ষেত্রে নিয়ম হল সবগুলোর মূল্য একত্রে সাড়ে ৫২ ভরি রুপার দাম হলে যাকাত দিতে হবে।
জানার বিষয়টা হল যদি কোন একটা নেসাব পরিমাণে হয় তবে নিয়মটা কী? এ নিয়মটা আমি বুঝি না। যদি কষ্ট করে বিস্তারিত বুঝিয়ে দিতেন।