বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://www.ifatwa.info/42946/ নং ফাতওয়াতে
আমরা বলেছি যে,
হাদীস শরীফে এসেছেঃ হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত,
ﻋَﻦْ
ﻋَﺎﺋِﺸَﺔَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬَﺎ ﺯَﻭْﺝِ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ
ﻭَﺳَﻠَّﻢَ ﺃَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻛَﺎﻥَ ﻳَﻌْﺘَﻜِﻒُ
ﺍﻟْﻌَﺸْﺮَ ﺍﻷَﻭَﺍﺧِﺮَ ﻣِﻦْ ﺭَﻣَﻀَﺎﻥَ ﺣَﺘَّﻰ ﺗَﻮَﻓَّﺎﻩُ ﺍﻟﻠَّﻪُ ، ﺛُﻢَّ ﺍﻋْﺘَﻜَﻒَ
ﺃَﺯْﻭَﺍﺟُﻪُ ﻣِﻦْ ﺑَﻌْﺪِﻩِ
রাসূলুল্লাহ সা. ইহকাল ত্যাগ করার আগ পর্যন্ত রমজানের শেষ
দশে এ'তেক্বাফ করতেন। অতঃপর উনার বিবিগণ এ'তেক্বাফ
করেন। সহীহ বোখারী-২০২৬, সহীহ মুসলিম-১১৭২
,
স্বাভাবত মানুষের যে সমস্ত প্রয়োজন থাকে সেসব প্রয়োজনের
স্বার্থে তিনি এ'তেক্বাফ থেকে বের হতে পারবেন। প্রস্রাব পায়খানা,ওজু ফরয
গোসল ইত্যাদির জন্য। তবে শীতিলতা অর্জনের নিমিত্তে উনি গোসলে যেতে পারবেন না।
(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১০/২৫১) বিস্তারিত
জানুন- https://ifatwa.info/1275/
,
★প্রিয়
প্রশ্নকারী দ্বীনি ভাই!
,
পারিশ্রমিকের বিনিময়ে ইতিকাফে বসা জায়েজ নেই। বসলে ইতিকাফ হবে না। যেহেতু প্রশ্নোক্ত ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির জন্যই বসা
হয়েছে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে কেউ ব্যক্তিগত ভাবে হাদিয়া দিলে নিতে পারবেন। মসজিদ
ফান্ড থেকে দিলে নেওয়া যাবে না।