১) আমার শশুর বাড়ি ময়মনসিংহ আর বাপের বাড়ি গাজীপুর। ঈদের ১/২ দিন পর গাজীপুর যাবো ইনশাআল্লাহ। সম্ভবত ৩/৪ দিন থাকবো ইনশাআল্লাহ। এখন গাজীপুর গিয়ে কি আমি কসরের নামাজ পড়ব নাকি সম্পূর্ণ নামাজ পড়ব?
২) আমি স্বপ্নে দেখলাম এক ভিক্ষুক বাসায় আসছে। তাকে দেখে আমি চাল আনতে গিয়েছি তাকে দিব বলে। কিন্তু সে আমার পিঠে কামড় দিয়ে বলতেছে ভিক্ষা দিতে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, সম্ভবত এটা দেখার পর ঘুৃম ভেঙ্গে গিয়েছিল আমার।
৩) আমার মা কে স্বপ্নে এক খারাপ জ্বীন খুব বিরক্ত করে, ভয় দেখায়। আম্মু তাবিজ দিয়েছিল কবিরজ এর থেকে নিয়ে। কিন্তু আমি এক রাক্বী কে দেখিয়েছি কারণ তাবিজ ধারণ করা শিরক। রাক্বী পানি পড়া,তেল আর লবন দিয়েছিল। পানি দিয়েছিল বমি করার জন্য। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। মা কে স্বপ্নে দেখা দেয় আর কাছে আসতে চায়। এর থেকে পরিত্রাণ এর উপায় কি। রাক্বি বলেছিল জ্বীন আমার মার থেকে আমার আর আমার ভাইয়ের কাছে আসার সম্ভাবনা আছে। উনি বললেন এটা নাকি বংশের মাধ্যমে একজন থেকে আরেকজনের শরীরে থাকতেছে। এগুলো শুনে আমি এখন ভয়ে থাকি। আমাদের কি করা উচিত? রাক্বি অনেক চেষ্টার পরেও সেই জ্বীন কে মার শরীরে হাজির করতে পারেনি।