আসসালামুআলাইকুম। আমি একজন আই সি টি শিক্ষক
স্কুল,কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আই সি টি) পড়ানো কি জায়েজ আছে?
এর মাধ্যমে আয় কি হালাল?
যদিও পড়ানোর সময় হারাম তেমন কিছু চোখে পড়ে না।।একদম হারাম খুবই কম আছে।
তবে কিছু বিষয় আছে যেটা আমরা শিখাচ্ছি তার ভালো খারাপ ২ ব্যবহারই থাকতে পারে।
তবে মূলত যা শিখানো হয় ম্যক্সিমামই পরীক্ষায় ভালো নম্বরের জন্য পড়ে।।বাস্তবে প্রয়োগ কমই করে
স্কুল সিলেবাসে সাধারণত ইন্টারনেটের বিভিন্ন ব্যবহার,নেটওয়ার্ক,ওয়ার্ড,এক্সেলের কাজ, ফটোশপ,ইলোস্ট্রেটরের কাজ ও আছে।।উল্লেখযোগ্য ফটোশপ,ইলোস্ট্রেটরের বেসিক কাজ। প্র‍্যাক্টিকাল তেমন দেখানো হয় না।।দেখাইলেও একদম সীমিত।
পরীক্ষায় প্রশ্ন আসার জন্য সাধারণ যতটুকু আর কি।
কিছু কিছু ক্ষেত্রে এমন পড়া আসে যে এখন ইন্টারনেটের মাধ্যমে সহজে বিনোদন যেমন সিনেমা দেখা যায়,গেম খেলা যায়।।ইত্যাদি।
কলেজের সিলেবাসে ইন্টারনেট,নেটওয়ার্ক টপোলজি, কম্পিউটারের কাজ করার পদ্ধতি,সং্খ্যাপদ্ধতি বিভিন্ন লজিক সার্কিট,বেসিক ওয়েব ডিজাইনের জন্য HTML,C programming, ডেটাবেজ ইত্যাদি।।
2-বোর্ড এর নিয়ম অনুসারে ব্যবহারিক ক্লাস ও হওয়ার কথা কিন্তু অধিকাংশ স্কুলে ল্যাবে কম্পিউটার নাই তাই সে ভাবে দেখানো হয় না।।মাঝে মাঝে প্রজেক্টরে দেখানো হয়।।আর ব্যবহারিকের মার্কস প্রতিষ্ঠান কেন্দ্রের সাথে লিয়াজো করে নেয়।।
এতে কি আমি কোন ভাবে দায়ী থাকবো।।আমার হাতে কিছু নাই
৩-কম্পিউটারে উইন্ডোজ থেকে শুরু করে ওয়ার্ড,এক্সেল প্রায় সবাইক কপি ভার্সন ব্যবহার করে।।এই ক্ষেত্রে কম্পিউটারের কোন কাজ যেমন এক্সেলের কাজ শিখিয়ে ইনকাম করলে কি হালাল হবে?