ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সূর্যাস্ত নিশ্চিত হওয়ার পর ইফতারিতে দেরী করাটা মাকরুহ। অবশ্য যখন মেঘ বা অন্যান্য কারণে সন্দেহ হয়, তখন দুই-চার মিনিটি অপেক্ষা করাটা ভাল। তবে সাবধানতার জন্য তিন মিনিট সবসময় অপেক্ষা করা উচিত।” [জাওয়াহিরুল ফিক্বহ ৩/৫২২ পৃ:]
মুফতী মুহাম্মাদ কিফায়াতুল্লাহ দেহলভী (রহ) লিখেছেন :
غروب آفتاب کے بعد وقت افطار شروع ہو جاتا ہے اور یہی نماز مغرب کا وقت ہے افطار میں دوچار منٹ تاخیر ہو جائے تو اس کی گنجائش ہے۔ مگر بہتر یہ کہ جیسے ہی افطار کا وقت ہے فورا افطار کری
“সূর্যাস্তের পরে ইফতারের ওয়াক্ত শুরু হয়ে যায়, আর এটাই মাগরিবের সালাতের ওয়াক্ত। ইফতারে দু-চার মিনিট দেরী হলে, সেটার অবকাশ আছে।”
অতঃপর টীকাতে লিখেছেন : “তবে উত্তম হল, যখনই ইফতারের ওয়াক্ত হয়, তৎক্ষণাৎ ইফতার করা।” [কিফায়াতুল মুফতী, ৪/২৪৮-২৪৯ পৃ:, উত্তর নং : ২৭১; আরো দ্র: উত্তর নং : ২৭৬]
সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা উত্তম । তবে সন্দেহের ক্ষেত্রে দু-তিন মিনিটি দেরী করার অবকাশের সুযোগটি রয়েছে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/115766
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যে কোনো কারণে ইফতারের সময় পেরিয়ে গেলে, এদ্বারা রোযাতে কোনো সমস্যা হবে না।