প্রশ্ন ১ : আমাদের এলাকায় অনেকের মধ্যে পক্স ও ভাইরাল জ্বর ছড়িয়ে পড়েছে। আমার পরিবারেও অনেকে আক্রান্ত হয়েছে, আমি নিজেও আক্রান্ত। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার স্বামী ঈদের ছুটিতে আমাদের জেলায় এসেছেন (তার বাবার বাড়িতে)। আমি আমার বাবার বাড়িতে আছি। এবার ইদে আমাদের বাড়িতে তার আসার কথা, তার বাড়িতেও আমার যাওয়ার কথা। কিন্তু সংক্রামক রোগের ক্ষেত্রে এলাকার বাইরে বের হওয়া বা অন্য এলাকার মানুষ আক্রান্ত এলাকায় প্রবেশ হাদিসের ভাষ্যানুযায়ী নিষেধ বলে জানি। আমার স্বামী যদি এই ছুটিতে আমার কাছে না আসেন তাহলে হয়ত এক বছর পর আবার সুযোগ পাবেন, আবার আমিও আমার শশুড়বাড়িতে যাওয়ার সুযোগ পাবো না। তাছাড়া তিনি অনেক মাস অন্য জেলায় ছিলেন জরুরি কারণে। এমতাবস্থায় কি করনীয়? তিনি আমার কাছে আসা বা আমার তার বাড়িতে যাওয়াটা কি জায়েজ হবে? আর আমাদের ঘনিষ্ঠ হওয়া জায়েজ হবে? (হাঁচি কাশি বা দেহের সংস্পর্শের দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা আল্লহর অনুমতিক্রমে)
২য় প্রশ্ন :
আমি আমার মায়ের নামে কিছু টাকা সাদাকা করতে চাই, উনি জীবিত আলহামদুলিল্লাহ। কিন্তু যদি তাকে না জানিয়ে করি, তাহলে কি তার আমলনামায় সেটার সওয়াব যুক্ত হবে? কারণ তার হয়ে আমি নিয়্যাত করেছি, তিনি জানেন না, নিয়্যাত করেননি। তিনি আমাকে কিছু টাকা দিয়েছেন যেটা তার নামে সাদাকা করে দিতে চাচ্ছি।