আসসালামু আলাইকুম।
একটা ভুল করে ফেলেছি আজ, সাহরীর শেষ সময় ছিল ৪:৪০ এ,,,সাহরী শেষ করে ব্রাশ করে আর সময় দেখিনি,, সাধারণত আমাদের এদিকে মসজিদে বলে যে সাহরীর সময় শেষ অথবা সাইরেন বাজায় একটু,,আজ সেটা আমার কানে আসেনি,তাই ভেবেছি এখনো হয়তো সময় আছে তাই ঘোষণা দেয়নি,আমিও ফোন চেক করিনি,,এক ঢোক পানি খেয়ে ফেলেছি,,,,তার ১মিনিট পরেই দেখি অজান দিচ্ছে,,অর্থাৎ ৪:৪৩/৪৪ এ আমি পানি খেয়েছি,,আর ৪৫ এ আযান দিয়েছে,,,আমার রোজা কি হবে?