আসসালামু আলাইকুম
১. স্ত্রি একটা জায়গায় যেতে চায় সেটা ফোন করে স্বামি কে বলে। স্বামি যেতে নিষেধ করে কিন্তু সে যেতে চায় তাই স্বামি বলেছে যদি যাও তাইলে আমার ঘরে আর আসবা না ছাইরা দিবো ( এ কথা বলার সময় তালাকের নিয়ত ছিলো নাহ) কিছুক্ষুন পরে স্বামি আবার ফোন করে স্ত্রিকে নিজেই যেতে বলে। এর মাধ্যমে কি সমস্যা হবে?যদি তালাকের নিয়ত থাকতো তাতেও কি সমস্যা হতো?নিষেধ করে নিজেই যেতে দিলে।
২. স্ত্রি এমন এমন আমার অপছন্দের কাজ করে যা আমাকে খুবই কষ্ট দেয় তখন তর্ক হলে
এইসব বলে ফেলি( তোমার মত বউ আমার লাগবে নাহ,তুমি তোমার মত থাকো, তুমি স্বাধিন,যা ইচ্ছা করো,তোমার কিছু দিয়া আমার মাথা ব্যথা নাই,) এগুলা বলার সময় তালাকের নিয়ত থাকে নাহ
বলতে চাই নাহ কিন্তু অবস্থাই এমন থাকে বের হয়ে যায়।
এতে কি সমস্যা হবে?
৩. আমাকে একটু পরামর্শ দিন নিজেকে কিভাবে শান্ত রাখতে পারি। আমার যা পছন্দ না সেগুলো দেখলে খুব কষ্ট লাগে।
সারাক্ষন এগুলা মাথায় ঘুরে নামাজেও মন বসে নাহ