আসসালামু আলাইকুম,
(১) আমার আব্বু প্রায় ৮ মাস পূর্বে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পূর্বে তিনি প্রায় ১ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। গত রমজানে অসুস্থ অবস্থায় তিনি ২ টা রোজা পূর্ণ করেন এবং এর পরেই অনেক অসুস্থ হয়ে যান। ডাক্তারের শরণাপন্ন হলে তিনি রোজা না রাখার পরামর্শ দিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতে বলেছিলেন। এর পরে আর তিনি রোজা রাখতে পারেন নি। সেই রোজাগুলোর কাফ্ফারা দেয়া লাগবে যেহেতু তিনি বর্তমানে মৃত। যদি দেয়া লাগে সেটা কিভাবে দেয়া যেতে পারে?
(২) কয়েকদিন পূর্বেই আমি আমার আব্বু কে স্বপ্নে দেখেছি, তিনি কোনো এক জায়গা থেকে বের হতে চাচ্ছেন এবং তার হাতে ধারালো ছুরি জাতীয় কিছু ছিল যেটা দিয়ে নিজের গলায় ধরে আছেন। সেখান থেকে চলে যেতে চাচ্ছেন কিন্তু আমরা তাকে যেতে দিচ্ছি না। (বলে রাখা ভালো, বেঁচে থাকাকালীন অসুস্থ হওয়ার আগ পর্যন্ত উনি ইচ্ছাকৃত নামাজ কাযা করতেন না, অনেক ধার্মিক মানুষ ছিলেন)
এর ঠিক ২-১ দিন আগে আমার আম্মু একটা স্বপ্নে আমার আব্বু কে নাকি দেখেছেন, আমার আব্বু মাটিতে বসে খাতায় স্বাক্ষর দিচ্ছেন, এবং বলতেছিলেন "এতো স্বাক্ষর দেয়া লাগতেসে কেনো আমাকে"। হযরত এই দুটো স্বপ্নের কি কোনো ব্যাখ্যা রয়েছে? থাকলে দয়া করে বিস্তারিত জানাবেন
(৩) আপন কন্যা কে কি যাকাত দেয়া যায়? গলার চেইন তৈরি করে কি তাকে যাকাত দেয়া যাবে?