ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নাবালকের সম্পদে যাকাত ওয়াজিব হয় না।
ﻭﻣﻦ ﺟﻤﻠﺔ ﺍﻟﻤﻮﺍﻧﻊ ﺍﻟﺼﺒﻲ ﻭﺍﻟﺠﻨﻮﻥ، ﺣﺘﻰ ﻻ ﺗﺠﺐ ﺍﻟﺰﻛﺎﺓ ﻓﻲ ﻣﺎﻝ ﺍﻟﺼﺒﻲ ﻭﺍﻟﻤﺠﻨﻮﻥ ﻋﻨﺪﻧﺎ ( ﺍﻟﻤﺤﻴﻂ ﺍﻟﺒﺮﻫﺎﻧﻰ، ﻛﺘﺎﺏ ﺍﻟﺰﻛﺎﺓ،ﻟﻔﺼﻞ ﺍﻟﻌﺎﺷﺮ ﻓﻲ ﺑﻴﺎﻥ ﻣﺎ ﻳﻤﻨﻊ ﻭﺟﻮﺏ ﺍﻟﺰﻛﺎﺓ - 3/233 ، 2/297 ، ﻃﺤﻄﺎﻭﻯ ﻋﻠﻰ ﻣﺮﺍﻗﻰ ﺍﻟﻔﻼﺡ 587- ، ﺍﻟﻨﻬﺮ ﺍﻟﻔﺎﺋﻖ - 2/202
যাকাত শুধুমাত্র মালে নামী তথা ক্রমবর্ধমান মালের উপর ওয়াজিব হয়।
মালে নামী বলতে যে মাল শরীয়তের দৃষ্টিতে বাড়তে থাকে,সেগুলো সর্বমোট চার প্রকার,(১)সোনা(২)রুপা(৩)ব্যবসার মাল(৪)গবাদি পশু
এগোলো কে যেহেতু শরীয়ত বাড়ন্ত মাল বলে আখ্যা দিয়েছে,সুতরাং এগুলো বাড়ন্ত মাল।বাস্তবে সবগুলো বাড়ুক বা নাই বাড়ুক।
মালে গায়রে নামী বলতে যে মাল শরীয়তের দৃষ্টিতে বাড়ে না।উপরোক্ত মাল ব্যতীত সবগুলোই অবাড়ন্ত।যেমন-স্থাবর সম্পত্তি এবং নিজ প্রয়োজনে ক্ররিদকৃত গাড়ী আসবাবপত্র ইত্যাদি।বিস্তারিত দেখতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/864
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যাকাতের ক্ষেত্রে প্রত্যেকের মাল পৃথক পৃথক ভাবে হিসাবে আসবে। সুতরাং বাচ্ছার টাকা দিয়ে ক্রয়কৃত স্বর্ণ আপনার হিসাবে আসবে না। এবং স্বামী কর্তৃক ইন্সুইরেন্সে জমাকৃত টাকাও আপনার হিসাবে না।তবে স্বামী যদি আপনাকে মালিক বানিয়ে দেয়, তাহলে মূলধন আপনার সম্পদের হিসাবে আসবে। সুতরাং যেহেতু আপনার ৫.৫ ভড়ি স্বর্ণ ব্যতিত আর কিছুই নেই, তাই আপনার উপর যাকাত ফরয হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/10760