ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গোগল থেকে মান্ডালা আর্ট এর ব্যখ্যা এভাবে পাওয়া যায় যে,
'হিন্দু ও বৌদ্ধ তন্ত্রধর্মে মন্ডল , পবিত্র আচার-অনুষ্ঠান সম্পাদনে এবং ধ্যানের যন্ত্র হিসেবে ব্যবহৃত একটি প্রতীকী চিত্র।
মান্ডালা শব্দের অর্থ চক্র। সংস্কৃত থেকে শব্দটির উৎপত্তি। হাতে আঁকা, রঙিন চিত্র বা জ্যামিতিক কোনো আকৃতি যদি পরপর একইভাবে সাজানো হয় তবেই তা তৈরি করে মান্ডালা। মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে তাই আধ্যাতিকতায় মান্ডালাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। ধ্যানে মনকে পরিপূর্ণরূপে স্থির রাখতে মান্ডালার চর্চা করা হয়। ধ্যানের গভীর থেকে গভীরতর স্তরে পৌঁছাতে মান্ডালাকে বিশেষ উপায় হিসেবে ব্যবহার করেন ধর্মীয় সাধকরা। হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম, জৈনধর্মসহ আরও কিছু ধর্মে মান্ডালার ব্যবহার দেখতে পাওয়া যায়।'
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মান্ডালা মেহেদি আর্ট কখনো জায়েয হবে না। হ্যা, হাতে গোল করে মেহেদী দিয়ে এর চার পাশে ফুল পাতা দিলে এটা না জায়েয হবে না। তবে বিধর্মীদের বিশেষ কোনো নমুনা থাকলে, সেটা জায়েয হবে না।
বিধর্মীদের অনুসরণ না করে শুধু ভালো লাগে বা সুন্দরের জন্য হাতের তালু বা পিঠে নকশা করলে কোনো সমস্যা হবে না।