১/ শায়েখ কোন ছেলের বয়স যদি ১২ বছর ৩ মাস বয়স হয়,,কিন্তু কোন স্বপ্নদোষ হয়নি,দাড়ি-গোঁফ গজায় নি,,কিন্তু গোপনাঙ্গে লোম উঠেছে ,এমন হলে কি সে বালেগ বলে গণ্য হবে ইসলামে?
২/এক ব্যক্তি মারা গেছে অনেক বছর আগে,,এখন তার একটি অনেক দামি জমি আছে,এখন তার ওয়ারিসরা আছেন, কিন্তু তার এক ভাগিনা বলতেছে যে,তার মামা নাকি তাকে জমিটি লিখে দিতে চেয়েছিল,,কিন্তু শায়েখ তার মামা তাকে জমিটি লিখে দেননি মৃত্যুর পূর্বে এবং যেই ব্যক্তি মারা গিয়েছে তার থেকে জানা যায় যে,,তার কিছু না বললে হয় না তাই সে এ কথা বলেছে,,, এখন শায়েখ তার ওয়ারিসদের জন্য জমিটির ভাগ নেয়া জায়েজ হবে কিনা?
৩/ শায়েখ কেউ যদি একটি কোম্পানি বানায়,যেখানে তার এনআইডি বা জন্মনিবন্ধনে বা পাসপোর্টে বয়স কম দেওয়া আছে( ছোটবেলায় পিতা-মাতারা বয়স কম দিয়ে দিয়েছিল,এখন বৈধভাবে পরিবর্তন করাও সম্ভব নয়),,এখন সেই কোম্পানীর লাইসেন্স ব্যবহার করে দোকান ভাড়া নেয়া বা চুক্তি করা বৈধ হবে কি?