আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
68 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্,
আমার বিয়ে হয়েছে ১৩ বছর। এতগুলো বছর ধরেই আমার স্বামী এবং তার পরিবার থেকে নানাভাবে মানষিকভাবে নির্যাতিত হয়ে আসছি। আমাকে এবং আমার পরিবারকে চুরান্ত পর্যায়ে অপমান করা হচ্ছে দিন এর পর দিন। আমি এত বছর ধৈর্য্য ধরে সব সহ্য করে গেছি হয়তো এক সময় সব ঠিক হবে। কিন্তু কিছুই ঠিক হলো না। প্রতিনিয়ত আমাকে অপমান করা হচ্ছে। আমার বাবা মাকে অপমান করা হচ্ছে। আমার হাজব্যান্ড প্রচুর সিগেরেট খায়, নামায পরে না বললেই চলে, হটাৎ এক দুইদিন পরে। মোবাইল আর টিভি নিয়েই সারাদিন কাটে। প্রচন্ড বদমেজাজি।  আমার জন্যে এই সম্পর্কটা একটা ফিতনা হয়ে গেছে। সারাক্ষণ মানষিক চাপে থেকে স্বামীর হক পূরণ করাও কষ্টসাধ্য। তাছাড়া খাওয়া থাকা ছাড়া অন্যকোন প্রয়োজনও পূরণ করেনা। আমার বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখে না। রেগে গেলেই আমার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দেয়। অনেক নিঁচু পর্যায়ের গালি দেয়। কথায় কথায় মুখ খারাপ করে। যখন তখন সে আমাকে মানুষের কাছে অপমান করে ফেলে। সামাজিকভাবে হেও করার সুযোগ খুঁজে। স্বীদ্ধান্ত নিয়েছি, এখন থেকে বাবার বাসায় থাকবো ইন শা আল্লহ্। কারন তার বাসায় সারাক্ষণ আমাকে একটা মানষিক চাপে থাকতে হয়। অপেক্ষা করবো, সে যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে ফিরে যাবো কিনা ভাববো, নয়তো এই সম্পর্ক থেকে বের না হলে আমার বাকি জীবনটাকেও জালিম কাছে ছেড়ে দেয়া হবে।

আমার এই স্বীদ্ধান্ত অথবা পদক্ষেপ এর ব্যপারে পরামর্শ চাই। এতে কি আমার কোন গুনাহ হবে?

1 Answer

0 votes
by (632,970 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রশ্নের বিবরণমতে আপনি তালাক চাইতে পারবেন। এতেকরে আপনার কোনো গোনাহ হবে না।

مأخَذُ الفَتوی
[البقرة: 229]
{الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ وَلَا يَحِلُّ لَكُمْ أَنْ تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَنْ يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ }.

الجوهرة النيرة على مختصر القدوري (2/ 59)

(إذا تشاق الزوجان وخافا أن لا يقيما حدود الله فلا بأس أن تفتدي نفسها منه بمال يخلعها به) المشاقة المخالفة والتباعد عن الحق وهو أن يكون كل واحد منهما في شق على حدة ولم يدر من أيهما جاء النشوز وحدود الله ما يلزمهما من موجب النكاح وهو ما فرضه الله للزوج عليها ولها عليه وإنما شرط التشاقق؛ لأنه إذا لم يكن منها نشوز وكان ذلك منه كره له أن يأخذ منها شيئا (قوله فإذا فعل ذلك وقع بالخلع تطليقة بائنة).

الفتاوی الهندية:
"إذا تشاق الزوجان وخافا أن لا يقيما حدود الله فلا بأس بأن تفتدي نفسها منه بمال يخلعها به فإذا فعلا ذلك وقعت تطليقة بائنة ولزمها المال كذا في الهداية ."( الفتاوى الهندية، كتاب الطلاق، الباب الثامن ، الفصل الأول ۱/ ۴۸۸ط: رشيديه)

الفتاوی الشامیة:
"وأما ركنه فهو كما في البدائع إذا كان بعوض الإيجاب والقبول لأنه عقد على الطلاق بعوض فلاتقع الفرقة و لايستحق العوض بدون القبول۔"(كتاب الطلاق، باب الخلع ۳/ ۴۴۱ ط:سعيد)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...