ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কোনো লম্বা গেঞ্জি(যা অনেক নীচ পর্যন্ত নামে) যদি ভাজ করে বা গুটিয়ে ছোট করে পরা হয়, তবে গুনাহ হবার তো কোনো কারণ মনে হচ্ছে না। এখানে ধোকা কোন সাইন্সে হতে পারে আমাদের বুঝে আসেনি।
(২) প্যান্ট ,জুব্বা দ্বারা যদি ঐ হাড্ডি পুরোটা ঢেকে যায়,বা জামা নিচে নেমে যায়, তাহলে গোনাহ হবে।
(৩) ভাইরাল গোপন অশ্লীল ভিডিও, ধর্ষণ এর ভিডিও, ইত্যাদি দেখা জায়েয হবে না। তবে হক নষ্টর গোনাহ হবে না। হ্যা, যেই ব্যক্তি ছড়াবে, তার হক নষ্টের গোনাহ হবে।
(৪) বিছানায়, মেঝেতে ও জমিনে নাপাকির উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে।
(৫) যে বিছানায় নামাজ পড়া হবে, সেই বিছানায় যদি নাপাক বালিশ,নাপাক কাপড় থাকে, তবে নামাজ আদায় হবে না। হ্যা, কিছু দ্বারা ঢেকে নিলে নামায হবে।
(৬) বিছানার সামনে পর্দা ঝুলানো আর পর্দাটি নাপাক।এই পর্দার নিচের বা মাঝের অংশ বিছানার সাথে স্পর্শ করে বা বিছানায় উপর এর নিচের অংশ আছে।ঐ বিছানায় নামাজ আদায় সহীহ হবে।
(৭) বিছানার এক অংশ নাপাক ।ঐ অংশ বাদ দিয়ে অন্য পাক অংশে যদি জায়নামাজ ছাড়া কেউ নামাজ আদায় করে, তবে নামাজ বিশুদ্ধ হবে না।
(৮) আযান দেওয়া সত্ত্বেও নামাজ আদায়ে কেউ বিলম্ব করল কিন্তু সে (পুরুষ) ওয়াক্তমত জামাতের সাথে নামাজ আদায় করল এতে গুণাহ হবে না। তবে সওযাব কম পাবে।
(৯) জ্বী জায়েয হবে। তবে নিরাপদ জায়গায় যেতে হবে।
(১০) রোজা অবস্থায় যদি থুতু গিলার সময় অনিচ্ছাকৃত ভাবে কোন খাবার এর অংশ গিলে ফেলা হয,খাবার সম্ভবত ছোলা বুটের মত, তাহলে রোযা ভেঙ্গে যাবে। কাযা আসবে।
(১১) ২ রা শাউয়াল শুরু হলে ঈদ শেষ হয়ে যাবে।
(১২) ২রা শাউয়াল থেকে পড়াশোনা করা যাবে।এমনকি ১ লা শাওয়াল ঈদের দিনও করা যাবে।