আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
32 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ

১.কোনো লম্বা গেঞ্জি(যা অনেক নীচ পর্যন্ত নামে) যদি ভাজ করে বা গুটিয়ে ছোট করে পরা হয় তবে কি গুণাহ হবে ?(কারণ এতে মানুষ ধোকা খেতে পারে)

২.টাকনু বলতে আমরা যেটা বুঝি তার উপর পায়ের এক সাইডে হাড্ডির মত একটা থাকে (ডান পায়ের ডান টাকনু ও বাম পায়ের বাম টাকনুতে এরকম থাকে) তা কি টাকনুর অংশ? যদি প্যান্ট ,জুব্বা ঐ হাড্ডির মত অংশের নিচে যায় বা ঐ অংশের পুরোটা ‌বা কিছু অংশ যদি প্যান্ট,জুব্বার  কাপড় দ্বারা ঢেকে যায় তবে কি গুণাহ হবে?
৩.অনলাইনে ভাইরাল গোপন  অশ্লীল ভিডিও, ধর্ষণ এর ভিডিও, গোপন অশ্লীল চ্যাটিং ভাইরাল হয় আবার অনেক ভিডিওতে বিভিন্ন মেয়েদের ছবি ইডিট করে উলঙ্গ ভিডিও বানানো হয়।কেউ যদি এগুলো দেখে তবে কি হক নষ্ট হবে? কারণ, এগুলো তো ব্যাক্তির গোপন বিষয় আর মিথ্যা গুজব ছড়ানো(ইডিটিং এর মাধ্যমে) হয়।

৪.বিছানায়, মেঝেতে ও জমিনে নাপাকির উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লে নামাজ কি আদায় হবে?

৫.যে বিছানায় নামাজ পড়ব সেই বিছানায় যদি নাপাক বালিশ,নাপাক কাপড় থাকে তবে কি নামাজ আদায় হবে?
৬.বিছানার সামনে পর্দা ঝুলানো আর পর্দাটি নাপাক।এই পর্দার নিচের বা মাঝের অংশ বিছানার সাথে স্পর্শ করে বা বিছানায় উপর এর নিচের অংশ আছে।ঐ বিছানায় নামাজ আদায় সহীহ হবে?

৭.বিছানার এক অংশ নাপাক ।ঐ অংশ বাদ দিয়ে অন্য পাক অংশে যদি জায়নামাজ ছাড়া কেউ নামাজ আদায় করে তবে কি নামাজ আদায় হবে?

৮.আযান দেওয়া সত্ত্বেও নামাজ আদায়ে কেউ বিলম্ব করল কিন্তু সে (পুরুষ) ওয়াক্তমত জামাতের সাথে নামাজ আদায় করল এতে কি গুণাহ হবে?

৯.ঈদের দিনে অনেক মেয়েরাও ঘুরতে বের হয় এখন আমি যদি ঈদ উদযাপনে বন্ধুদের সাথে ঘুরতে বের হই আর দৃষ্টি সংযত রাখি বা রাখার চেষ্টা করি তবে কি আমার ঘুরতে বের হওয়া জায়েজ?

১০. রোজা অবস্থায় যদি থুতু গিলার সময় অনিচ্ছাকৃত ভাবে কোন খাবার এর অংশ গিলে ফেললে রোজা কি ভেঙ্গে যাবে?(খাবার সম্ভবত ছোলা বুটের মত)
(২২ শে রমজান ২০২৫)


১১. ঈদ কি শুধু ১ লা শাউয়াল পর্যন্ত? অর্থাৎ ১লা শাওয়াল শেষ হওয়ার পর ২ রা শাউয়াল শুরু হলে ঈদ কি শেষ হয়ে যায়?

১২. যদি ১১ নং এর উত্তর  "ঈদ শেষ না হয়" তবে ঐ দিন তথা ২রা শাউয়াল থেকে পড়াশোনা করা কি জায়েজ?

1 Answer

0 votes
by (632,880 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কোনো লম্বা গেঞ্জি(যা অনেক নীচ পর্যন্ত নামে) যদি ভাজ করে বা গুটিয়ে ছোট করে পরা হয়, তবে গুনাহ হবার তো কোনো কারণ মনে হচ্ছে না। এখানে ধোকা কোন সাইন্সে হতে পারে আমাদের বুঝে আসেনি।

(২)  প্যান্ট ,জুব্বা দ্বারা যদি ঐ হাড্ডি পুরোটা ঢেকে যায়,বা জামা নিচে নেমে যায়, তাহলে গোনাহ হবে। 

(৩) ভাইরাল গোপন  অশ্লীল ভিডিও, ধর্ষণ এর ভিডিও, ইত্যাদি দেখা জায়েয হবে না। তবে হক নষ্টর গোনাহ হবে না।  হ্যা, যেই ব্যক্তি ছড়াবে, তার হক নষ্টের গোনাহ হবে।

(৪) বিছানায়, মেঝেতে ও জমিনে নাপাকির উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে।

(৫) যে বিছানায় নামাজ পড়া হবে, সেই বিছানায় যদি নাপাক বালিশ,নাপাক কাপড় থাকে, তবে নামাজ আদায় হবে না। হ্যা, কিছু দ্বারা ঢেকে নিলে নামায হবে।

(৬) বিছানার সামনে পর্দা ঝুলানো আর পর্দাটি নাপাক।এই পর্দার নিচের বা মাঝের অংশ বিছানার সাথে স্পর্শ করে বা বিছানায় উপর এর নিচের অংশ আছে।ঐ বিছানায় নামাজ আদায় সহীহ হবে।

(৭) বিছানার এক অংশ নাপাক ।ঐ অংশ বাদ দিয়ে অন্য পাক অংশে যদি জায়নামাজ ছাড়া কেউ নামাজ আদায় করে, তবে নামাজ বিশুদ্ধ হবে না। 

(৮) আযান দেওয়া সত্ত্বেও নামাজ আদায়ে কেউ বিলম্ব করল কিন্তু সে (পুরুষ) ওয়াক্তমত জামাতের সাথে নামাজ আদায় করল এতে গুণাহ হবে না। তবে সওযাব কম পাবে। 

(৯) জ্বী জায়েয হবে। তবে নিরাপদ জায়গায় যেতে হবে।

(১০) রোজা অবস্থায় যদি থুতু গিলার সময় অনিচ্ছাকৃত ভাবে কোন খাবার এর অংশ গিলে ফেলা হয,খাবার সম্ভবত ছোলা বুটের মত, তাহলে রোযা ভেঙ্গে যাবে। কাযা আসবে।

(১১)  ২ রা শাউয়াল শুরু হলে ঈদ শেষ হয়ে যাবে।

(১২)  ২রা শাউয়াল থেকে পড়াশোনা করা যাবে।এমনকি ১ লা শাওয়াল ঈদের দিনও করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...