اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
সুন্নত ইতিকাফরত অবস্থায়, ইতিকাফের স্থানে বসে ইবাদতের সময় বাদে অবসর সময়, যেমন বিশ্রাম নেয়ার সময় আমি যদি ইতিকাফের স্থানে বসে হাতে সুতার কাজ করতে চাই এটা কি করা যাবে ? নাকি এতে ইতিকাফ ফাসিদ হয়ে যাবে? মেহেরবানী করে একটু জানাবেন ইন শা আল্লাহ