আমার হায়েজ মাসে ৫-৭ দিনের মধ্যে শেষ হয়ে যায়।কিন্তু এবার রামাদান মাসে হায়েজ ৫ দিন হয়ে বন্ধ হয়ে যায় আমি গোসল দিয়ে নামাজ শুরু করি আবার ২ দিন পর লাল, বাদামি স্রাব যাওয়া শুরু হয়।নামাজ পড়ি নি ওই ২ দিন।আবার পবিত্র হয়ে ইত্তেফাকে বসি কিন্তু আজকে আবার লালাস্রাব দেখা দেয় অনবরত স্রাব যাচ্ছে না টিস্যুতে লাল স্রাব দেখা যায়।আজকে ১০তম দিন না ১১তম দিন বুঝতে পারছি না।যতদূর মনে পড়ে আমার ১৬ তারিখে হায়েজ শুরু হয়েছিল।আজকে ২৫ তারিখ।আমার কখনো এমন সমস্যা হয় নি।এবারই এমন হচ্ছে।এখন আমি কি রাতে পবিত্র হয়ে নামাজ পড়বো না কালকে পবিত্র হয়ে নামাজ শুরু করবো?বিজোড় রাত ইবাদত করতে না পারায় কষ্ট লাগছে আবার নামাজ পড়া যাবে কি যাবে না বিষয় দ্বিধাদন্ধে ভুগছি।