আমার স্বামীর সাথে আমার আগে কোর্ট ম্যারেজ হয়।এরপর এখন আমার ফেমেলি থেকে আবার সবাইকে জানিয়ে আকদ করানো হবে।এখন এতোদিন আমি স্বামীর সাথে থাকতাম না,বাবার বাসায় থাকতাম।আমাদের আকদ ইদ এর কয়দিন পরেই হবে।এখন আমার স্বামীর বাসায় অনেক বুঝানোর পরও মেনে না নেয়ায় উনি আলাদা বাসা নিয়ে সেখানে একা থাকেন।বিয়ের পির আমরা সেখানেই থাকবো ইনশাআল্লাহ যতোদিন উনার ফেমেলি মেনে না নেয়।এখন আমার স্বামী বলছেন আমি ইদ এর দিন উনার বাসায় গিয়ে যেনো থাকি কারণ উনি না হলে মাস্টারবেশনে জড়িয়ে যেতে পারেন,চোখের হেফাজত করা কষ্টকর হচ্ছে,আমার জন্য উনার কথা শুনা ফরজ এরকম বলছেন।এখন আমার বাসায় এরকম পরিস্থিতিতে আকদ এর আগে যেতে দিবেন না।বাসায় ইদ এর দিন আম্মু একা থাকবেন,তিন যেতে দিতে চাইবেন না।এখন আমাদের বিয়ে হয়ে গিয়েছে জানার পরও আম্মু সামাজিকভাবে বিয়ে হয়নি বলে যেতে দিতে চাইছেন না।অন্যদিকে আমার স্বামীও আমাকে বলছেন,আমি উনার কথা মানতে বাধ্য।এখন আমি কি করবো?