আসসালামু আলাইকুম উস্তাজ,
বাচ্চার বমি কাপড়ে লেগেছিল,১ দিরহাম পরিমাণ কিনা বুঝতে পারিনি কাপড়ের রঙের জন্য ।পরিষ্কার করে নামাজ পড়ার নিয়ত ছিলো কিন্তু ভুলবশত নাপাকি সহই আসরের নামাজ পরে ফেলেছিলাম ।স্মরণ হয়েছে যখন তখন মাকরুহ ওয়াক্ত চলছিলো (১১ মিনিট বাকি ছিলো মাগরিবের) পরে কাজা আদায় করেছি।
ভুলবশত নাপাক লাগা কাপড়ে নামাজ পড়লে কি নামাজ হয় ?