আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
19 views
ago in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (1 point)
১. আসসালামু আলাইকুম। মুহতারাম, আমি নিসাব পরিমাণ মালের মালিক, আলহামদুলিল্লাহ্। কিন্তু আমার পরিবার গরিব এবং যাকাতের উপযুক্ত। আমার বাবা সুস্হ স্বাভাবিক হওয়ার পরেও আমার পরিবার এবং ছোট ভাই বোনের ব্যয়ভার বহন করেনা। আমার ছোট অবিবাহিত-বালেগ এক ভাই এবং অবিবাহিতা-বালেগা একজন বোন আছেন। তাঁরা নিজেরা টিউশনি করে কষ্ট করে নিজেদের ব্যয়ভার বহন করেন। এমতাবস্থায় আমার যে যৎসামান্য যাকাত আসে সেই যাকাতের টাকা আমি আমার ছোট ভাই-বোনকে দিতে পারব কিনা জানিয়ে বাধিত করবেন।

২. একটি পরিবারের বড় ছেলে নিসাব পরিমাণ সম্পদের মালিক কিন্তু তার পরিবার (বাবা, মা, ভাই, বোন) খুবই গরিব এবং অসহায় অবস্থায় আছে। ফলে পরিবারকে আত্বীয় স্বজন যাকাত ফিতরা দিয়ে সহযোগিতা করে। ছেলে যতটুকু পারে পরিবারকে সাপোর্ট করে। ছেলে পরিবারের সাথেই থাকে। এই যাকাত ফিতরার টাকা পরিবারের খাদ্য কিনতে ব্যবহার করা হয়। এখন সেই ছেলে (যে নিসাব পরিমাণ মালের মালিক) এই খাবার (যাকাতের টাকায় কিনা) খেতে পারবে কিনা  বা তাঁর জন্য খাওয়া জায়েজ হবে কিনা?

1 Answer

0 votes
ago by (630,240 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ

যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (সূরা আত-তাওবাহ-৬০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/699

পিতা-পুত্র, স্বামী-স্ত্রী সম্পর্ক ব্যতীত যাকাতের হক্বদার যে কোন আত্মীয়কে যাকাত দেয়া যাবে।এমনকি যাকাতের হকদার নিকটাত্মীয় হলে তাকে দেয়াই উত্তম হবে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-৯/৫৩৮)
وَيَجُوزُ دَفْعُ الزَّكَاةِ إلَى من سِوَى الْوَالِدَيْنِ وَالْمَوْلُودِينَ من الْأَقَارِبِ وَمِنْ الْإِخْوَةِ وَالْأَخَوَاتِ وَغَيْرِهِمْ لِانْقِطَاعِ مَنَافِعِ الْأَمْلَاكِ بَيْنَهُمْ۔(بدائع الصنائع،كتاب الزكوة،ج:2،ص:50)

وشرط صحة أدائها نية مقارنة له أي للأداء ولو كانت المقارنة حكما كما لو دفع بلا نية ثم نوى والمال قائم في يد الفقير أو نوى عند الدفع للوكيل ثم دفع الوكيل بلا نية۔(الدرالمختارعلی صدرردالمحتار،کتاب الزکوۃ،ج:2،ص:268)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার ভাই যদি গরীব মিসকিন হয়, যার নেসাব পরিমাণ কোনো প্রকার মাল না থাকে, তাহলে তাকে যাকাত দেয়া যাবে।

(২)
যাকাত ফিতরার টাকা পরিবারে কাউকে দেডা হলে, তিনি যদি উক্ত টাকা পরিবারের সবার জন্য খাবার কিনে নিয়ে আসেন, তাহলে উক্ত পরিবারের ধনী গরীব সবার জন্য খাওয়া জায়েয হলেও ধনীদের জন্য গ্রহণ না করাই উত্তম। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/16314


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...