একজন নারী, যার নিজের মা অনেক বছর আগে মারা গিয়েছেন, সে পরিবারের বড় মেয়ে, তার নিচে ছোট ২ বোন রয়েছে, সাথে বাবা এবং সৎ মা। এবং ৩-৪ বছর আগে তার বিয়ে হয় এখন ছোট একটা মেয়ে বাবু রয়েছে।
উক্ত নারী গত ১ মাস যাবত অনেক অদ্ভুত কিছু স্বপ্ন বার বার দেখছে!
যেমন- তার কবরে আযাব হচ্ছে, তার দেহ কষ্ট পাচ্ছে, কিয়ামত শুরু হয়ে গিয়েছে, বিল্ডিং ভেঙে পড়তেছে, মেয়েকে জড়িয়ে ধরে আর্তনাদ করছে, আল্লাহর কাছে কিছু সময় চাচ্ছে মেয়ের সাথে থাকার জন্য, পশ্চিমে লাল সূর্য উদয় হয় কিন্তু অস্ত হয় না, বন্যায় সব তলিয়ে যাচ্ছে ঘর-বাড়ি, ঘুমের মধ্যে এমন অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে এবং কান্না করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, এবং তারপর ঘুম ভেঙে যায়, তখন মধ্যরাত, তাহাজ্জুদের সময় আর নয়তো ফজরের আযান হচ্ছে। এই ধরনের স্বপ্ন অনেক বার বার দেখছে।
এখন উস্তাযের কাছে নারীর প্রশ্ন- এমন স্বপ্ন বার দেখার ব্যাখা কি হতে পারে? কারণ কি হতে পারে? এবং বর্তমানে তার করণীয় কি? একটু বিস্তারিত জানালে খুব উপকার হয়।