আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্
,এক মাস যাওয়ার পর পিরিয়ড হয়,এবার মাসের ১০ দিন আগেই হয়ে গেছে, আছরের নামাযের আগে দেখি হালকা রক্ত,
একবারই দেখেছি আর দেখিনি, সারা রাতের মধ্যে,
তারপর আবার আজ দেখি এক ফুটা, গড়িয়ে পড়ে না,
এটা কি পিরিয়ড,
এক্ষেত্রে কী আমার রোজা হবে, আমি কি নামাজ পড়তে পারবো
প্লীজ আমাকে অনুগ্রহ পূর্বক জানাবেন, খুব সমস্যায় আছি।