আসসালামু আ'লাইকুম। আমি অবিবাহিত৷ আমি মাঝেমধ্যে কিছু স্বপ্ন দেখি- গায়রে মাহরাম একজন ছেলে থাকে। একেকবার একেকরকম দেখতে, বাস্তবের কারো সাথে সরাসরি মিল থাকেনা। কিন্তু যখন দেখি অনেক বেশি ভালো লাগে, কেমন যেন অপার্থিব অনুভূতি হয়৷ ঘুম ভাঙলে মনে হয় আবার যদি স্বপ্নটায় ঢুকে যাওয়া যেত! আবার অনেকসময় বড় সবুজ মাঠে আমি আমার মা বোন মিল দৌড়াচ্ছি এমনও দেখি, তখনও অসম্ভব ভালো লাগে। একবার একটানা অনেকদিন আমি মানসিক কষ্টে ছিলাম বাবা-মা থেকে দূরে, তখন প্রতিদিন মা-বোনকে স্বপ্ন দেখতাম আর ওঠার পরে কেন জানি সারাদিন কষ্ট লাগত অনেক৷ পরে একদিন হঠাৎ এরকম একটা ছেলে, সবুজ ঘাস স্বপ্ন দেখি আর ওইদিন থেকে মনটা ফুরফুরে হয়ে যায়। আগে ভাবতাম এরকম ভালো লাগলেই সেটা আল্লাহর থেকে আসা স্বপ্ন। এখন আইফতোয়ার কিছু প্রশ্ন উত্তর দেখে মনে হল এই স্বপ্নগুলো শুধু আমার মনের কল্পনাও হতে পারে। তাহলে আল্লাহর থেকে আসা স্বপ্ন আলাদা করব কীভাবে, আর এই স্বপ্নগুলো মনের কল্পনা হলে এত অবাস্তব সুন্দর অনুভূতি কীভাবে হয়? বাস্তবে আমি কখনো এরকম অনুভব করেছি মনে পড়েনা!