আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
আজ এশার নামাজের সময় ইমামসাহেবকে তৃতীয় রাকাআতের রুকু করা অবস্থায় পেয়েছিলাম । আমার তাকবীরে তাহরিমা বলা শেষ হতেই ইমাম সামিআল্লাহ লিমান হামিদাহ বলে রুকু থেকে উঠতে থাকেন। এসময় আমি ইমামের সামিআল্লাহ বলা অবস্থায় রুকুতে চলে যাই এবং বলা শেষ হলে রুকু থেকে উঠি.।পরে সালাম ফিরানোর পরে ছুটে যাওয়া ৩ রাকাআত আদায় করি। এখন ইমামের সামিআল্লাহ বলার সময় রুকুতে যাওয়ার কারনে কি আমার নামাজ ভঙ্গ হয়ে গেছে?