আমার খালা ক্যান্সার পেশেন্ট। মাসে প্রায় ৫০-৬০ হাজার করে ট্রিটমেন্ট এ খরচ হয়।
উনাদের ফ্যামিলি তে আর্নিং মেম্বার আসলে ওরকম নাই। মানে উনার স্বামী আর ২ ছেলের কোনো জব ওরকম নাই। ব্যাংকে উনাদের কিছু টাকা আছে। ওখান থেকে মাসে মাসে ইন্টারেস্ট নিয়ে কোনোমতে চলে।
এখন আম্মা, নানী, অন্য খালারা উনাদের হেল্প করে। বাট এবার আম্মা আর খালাদের চিন্তা হলো, এই পেশেন্ট খালাকে জাকাত দেওয়া যাবে কি না?
কারণ, সবাই মিলে জাকাত দিলে এ্যামাউন্টটাও বেশি হবে।
এখন, উনি কি জাকাত পাওয়ার যোগ্য হিসেবে গণ্য হবেন কি না?