আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
কয়েকটা বিষয় এ জানতে চাই...
ইফতারের পর অযু করতে গিয়ে হায়েজ শুরুর আলামত পাই, তবে ইফতারে আগে শুরু হয়েছে না পরে সেটা নিয়ে সন্দেহে আছি(ইফতারের এক ঘন্টা আগে সামান্য পেট ব্যথা অনুভূত হয়েছিল, ব্লিডিং শুরুর অনুভূতি হয়নি... তখনই চেক করার সুযোগ হয়নি)। এক্ষেত্রে রোজা হয়েছে ধরবো কিনা?
১০ দিনের বেশি হয়ে গেছে হায়েজের, এরকম সাধারণত হয় না। ৫-৬দিনে ব্লিডিং অফ হয়ে হালকা হতে হতে সাদা দেখা যায়, এবার এখনো গাঢ় রং দেখা যাচ্ছে (রক্ত না স্রাবের মতো)। ১০ দিনের বেশি হবে বুঝতে পেরে আমি ৯ নং দিন থেকে রোজা শুরু করে দিয়েছি হায়েযের সাধারণ অভ্যাসের ৮ দিন ধরে, তবে নামাজ শুরু করিনি কনফিউশান এর কারণে। এক্ষেত্রে কী করনীয়, হায়েয - ইস্তিহাযা & রোজা - নামাজের ক্ষেত্রে বিধান কী??
আমার সাধারণ অভ্যাসের দিনের মধ্যেও ৪ বা ৫ দিনের পর প্রায় সময় একদম অফ হয়ে একটু সাদা দেখা দেয়(টিস্যুতে সাদাই মনে হয়), এরপর আবার অল্প ব্লিডিং হয়ে বা কালচে লাল স্রাব গিয়ে ৭/৮ দিনে পুরোপুরি সাদা দেখা যায়। এক্ষেত্রে ৭/৮ দিন ই কী সাধারণ অভ্যাসের হায়েযের দিন ধরবো নাকি ওই ৪/৫/৬দিন?