আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
41 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
Europe,UK,Usa এ সব দেশের Student Visa এর বিজনেস করা যাবে কি?আমি আমি চাচ্ছি অমুসলিম দেশে স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর ব্যবসা করতে অমুসলিম দেশে স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর কাজ করে ইনকাম করা হালাল হবে কি? এতে কোন সন্দেহযুক্ত জিনিস রয়েছে কিনা আমার কি এই ব্যবসা করা উচিত?

1 Answer

0 votes
by (70,410 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

জবাব,

যেহেতু কিয়ামতের দিন উপার্জনের উৎস সম্পর্কে জবাবদিহি করতে হবে সেহেতু মুমিনের জন্য হালাল উপার্জন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ( সুনানুত তিরমিযী, হাদিস, নং ২৪১৭)

আর ইসলাম কল্যাণকর সকল বস্তুকে মানবজাতির জন্য হালাল করেছে। আল্লাহ তা‘আলা বলেন, ‘হে মানুষ পৃথিবীতে হালাল ও উত্তম যা রয়েছে তা থেকে আহার কর।’(সূরা বাক্বারা ১৬৮)

হাদিসে এসেছে, ‘আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ী (কিয়ামতের দিন) নবীগণ, সিদ্দিকীন ও শহীদদের সঙ্গে থাকবে।” (সুনানুত তিরমিযী, হাদিস নং ১২০৯)

ভিসা মূলত একটি হককে মুজাররাদ বা নিরেট একটি হক। নিরেট হক শরয়ী দৃষ্টিতে ক্রয়বিক্রয় জায়েজ নয়। তবে যদি কোন ব্যক্তির ভিসা অর্জনের জন্য অর্থ ও সময় ব্যয় হয়, তাহলে ভিসার জন্য খরচ কৃত টাকার অতিরিক্ত মেহনতের মজুরী ধরে নির্ধারিত টাকা ফি হিসেবে গ্রহণ করতে পারবে।

এক্ষেত্রে যদি ভিসাটি পেতে কোন প্রকার চেষ্টা বা অর্থ ব্যয় না হয়ে থাকে বরং কোন কোম্পানি বা সরকারের পক্ষ থেকে ভিসা প্রদান করে থাকে কাউকে কাঙ্খিত দেশে আনার জন্য, তাহলে ওই ভিসা বিক্রি করে অতিরিক্ত টাকা কামানো জায়েজ নয়। (আল আশবা ওয়ান নাযায়ের-১৭৮, রদ্দুল মুহতার-৪/৫১৮, রদ্দুল মুহতার-৫/১৩৫, রদ্দুল মুহতার-১৫/১৩৭) (সংগৃহীত)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 আপনার এই কাজের মাঝে যদি মিথ্যাচার, প্রতারণা, সুদ-ঘুষের সম্পৃক্ততা, জুলুম, খেয়ানত না থাকে; বরং যদি কাজটা আপনি সততা, আমানতদারিতা, স্বচ্ছতা, আন্তরিকতা, শৃঙ্খলা ও ওয়াদা পালনসহ সম্পাদন করতে পারেন তাহলে এর বিনিময়ে ইনকাম করা আপনার জন্য হালাল হবে। আরো বিস্তারিত জানুন: https://ifatwa.info/39177/


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...