https://ifatwa.info/115611/,হুজুর পরিচিত কাস্টমার এর ব্যাপারেই বিক্রেতা জানতে পারে বাকি দের ক্ষেত্রে না তো এমতাবস্থায় যদি অনলাইন থেকে কোন কিছু কিনা হয় আর ক্রয় টাকা টার মধ্যে কিছুটা নাজায়েজ টাকা আছে যেমন মনে করেন বাসার কোন একটা জায়গা থেকে টাকা চুরি করে ক্রয় করে থাকে এই ক্ষেত্রে কি এইটা কে মানে ক্রয় করা বস্তু কে নাজায়েজ বা ব্যবহার করা যাবে না এমন বলা হবে এবং বিক্রেতা ও জানবে কিভাবে যে তার কাস্টমার এর টাকা কোন ভাবে আসছে বা কোন ভাবে ইনকাম করা কোন source থেকে আসছে জায়েজ বা নাজায়েজ থেকে কিনা তাহলে বিক্রেতার জন্য তো জন্য তো সেইটা নেওয়া সম্পুর্ন বৈধ হবে ⁉️এবং যদি বিক্রেতা জানে যে কিভাবে আসছে তাও বিক্রি করে এইটা বিক্রেতার জন্য জায়েজ না যেমন কাস্টমার এর জন্য তো কাস্টমার যদি সেই টাকার পরিমাণ টাকা সদকাহ করে তাহলে তো তার জন্য সেইটা জায়েজ হবে মানে কাস্টমার এর জন্য কি ঠিক হুজুর⁉️
আর উস্তাদ কাস্টমার যদি যেই বস্তটা বা পন্যটা ক্রয় করেছে প্রায় ১ বছর হবে বা আগের বছর ক্রয় করেছে কিন্ত যিনি (কাস্টমার) ক্রয় করেছে সেই পন্য টার টাকা পুরোটাই জায়েজ বা কিছু অংশ জায়েজ বাকিটা জায়েজ না তো এমতাবস্থায় সেই ব্যক্তি মানে কাস্টমার টা কিভাবে এইটা কে জায়েজ করবেন মানে তিনি কি সদকাহ বা দান করবেন পুরো টাকা টা নাকি কিছু অংশ দান করলেই হবে তাহলেই কাস্টমার এর জন্য জায়েজ হয়ে যাবে ⁉️আমি আগের প্রশ্নে সদকাহ বা দান নিয়ে কিছুটা বলেছি কিছু বলেন নাই।