আস সালামু আলাইকুম,
মসজিদের সীনানা সম্পর্কে জানতে চাচ্ছিলাম।
কেউ যদি পুরা জায়গা মসজিদের জন্য ওয়াকফ করে, পরবর্তীতে কমিটি সুবিধামত সে জায়গার অব্যাহত অংশে ই ওযুখানা, সিড়ি ইত্যাদি বানায়, তাহলে কি সেটা মসজিদের সীমানা হিসাবে পরিগনিত হবে? ইতিকাফ রত ব্যাক্তি কি সেসব জায়গায় যেতে পারবে?
দ্রুত জানালে উপকার হত।
জাঝাকাল্লাহু খাইরান।